• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

গৃহবধূ চাঁদনী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০৭:২৬ পিএম

গৃহবধূ চাঁদনী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদরের সোনপুর গ্রামে গৃহবধূ চাঁদনী হত্যার অভিযোগে স্বামী ইদ্রিস মোল্লা ও তার সহযোগীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) শহরের ভিটাশাইর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এলাকাবাসী জানান, সাত বছর আগে শহরের ভিটাশাইর ইসলামবাগ পাড়ার ইমান আলীর কন্যা চাঁদনীর সঙ্গে সোনপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে ইদ্রিস মোল্লার বিয়ে হয়। 

বিয়ের পর থেকে ইদ্রিস মোল্লা যৌতুকের দাবিতে তার স্ত্রীকে মারপিট করে আসছিল। বিভিন্ন সময় তাকে কয়েক লাখ টাকা যৌতুক দেয়ার পরও গত বৃহস্পতিবার স্ত্রী চাঁদনীকে বেদম মারপিট করে পাষণ্ড ইদ্রিস। গুরুতর অসুস্থ হলে চাঁদনীকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। 

এই ঘটনায় পলাতক ইদ্রিস ও তার সহযোগীদের গ্রেফতর ও দ্রুত বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে মানববন্ধন করে নিহত চাঁদনীর সজন ও এলাকাবাসী।


এএল/

আর্কাইভ