• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন ত্রুটিতে চলাচল বন্ধ

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০৬:২৩ পিএম

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন  ত্রুটিতে  চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের পুবাইলে একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ওই রেললাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর পুবাইল তালোটিয়া স্টেশন সংলগ্ন ঢাকাগামী এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় উঠে চলাচলকারী সব রকমের ট্রেন চলাচল সাময়িকভাবেই বন্ধ রয়েছে।


পুবাইল রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম জানান, বিকল হয়ে যাওয়া ট্রেনের ইঞ্জিন সরিয়ে নেয়ার জন্য ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। সাময়িকভাবে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

 

 

এনএমএম/এএল

আর্কাইভ