• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জয়পুরহাটে কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০৬:৪১ পিএম

জয়পুরহাটে কারাগারে হাজতির মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেলা কারাগারে আব্দুল মোমিন (৩৭) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত ৩টার দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল মোমিন জেলা শহরের ধানমন্ডি এলাকার মজিবর রহমান ভাদুর ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ এপ্রিল থেকে একটি মাদকের মামলায় জয়পুরহাট জেলা কারাগারের হাজতি হিসেবে ছিলেন আব্দুল মোমিন। মঙ্গলবার রাত ৩টার দিকে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আরএমও ডা. মো. শহীদ হোসেন বলেন, রাতে জেলা কারাগার থেকে এক হাজতিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাৎক্ষণিকভাবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।

জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা বলেন, হাজতির মৃত্যুর পর তার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এএল/

আর্কাইভ