• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আজ থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০২:৫৯ পিএম

আজ থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। এর আগে, সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত চলাচল করছিল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ম্যানেজার মাহফুজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া এদিন মেট্রোরেলের পল্লবী স্টেশন চালু হবে। উত্তরার উত্তর ও আগারগাঁওসহ তিনটি স্টেশনেই এখন থেকে থামবে মেট্রোরেল। যাত্রীদের জন্য গেট খোলা হবে সকাল ৮টায়। বন্ধ হবে দুপুর ১২টায়।

তথ্যমতে, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা সরকারের। তবে আপাতত উত্তরা থেকে আগারগাঁও ১১ দশমিক ৭৩ কিলোমিটার পর্যন্ত মেট্রো চলবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট ৯টি স্টেশন রয়েছে।

সেগুলো হলো, উত্তরা উত্তর (দিয়াবাড়ি), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৯ ডিসেম্বর জনসাধারণের জন্য মেট্রোরেল উন্মুক্ত করা হয়।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ