• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

লোহাগাড়ায় ৩৫ হাজার ইয়াবা উদ্ধার : প্রাইভেটকারসহ আটক ১

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০৩:১৬ এএম

লোহাগাড়ায় ৩৫ হাজার ইয়াবা উদ্ধার : প্রাইভেটকারসহ আটক ১

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৩৫ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার দুপুরে বন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটককৃত ইসমাইল কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার গুদারবিল এলাকার আব্দুস সালামের পুত্র বলে জানা গেছে।

থানা পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালায় পুলিশ। এ সময় সিটের নিচে তৈলের ট্যাংকিতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৩৫ হাজার ইয়াবাসহ ইসমাইল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। 

লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান জানান, জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  

আর্কাইভ