• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

আইনজীবীকে মারধর, কাউন্সিলরের নামে মামলা

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ১২:২২ এএম

আইনজীবীকে মারধর, কাউন্সিলরের নামে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সুপ্রিমকোর্টের আইনজীবী আনাস কামালের ওপর হামলা চালিয়ে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজ পাটওয়ারী রাজুসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪ জনকে আসামি করা হয়।

মঙ্গলবার দুপুরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সোমবার রাতে আইনজীবী আনাস কামালের বড় ভাই ওসমান গনি এ মামলা দায়ের করেন। অন্য অভিযুক্তরা হলেন- কাউন্সিলর রাজু পাটওয়ারীর ভাই বীপু পাটওয়ারী, জহির হোসেন ও নোমানসহ ৫ জন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকায় কাউন্সিলর রাজু ও আইনজীবী কামালদের বাড়ির রাস্তা সংস্কার করা হচ্ছিল। সোমবার সকালে কামালদের জমির ওপর দিয়ে রাস্তা নেওয়ার সময় বাধা দেওয়া হয়। এতে রাজুর ছোট ভাই বিপুর সঙ্গে কামালের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

পরে বিপু লোকজন নিয়ে ফের কামালের ওপর হামলা চালায়। এ সময় আশপাশের লোকজন ঘটনাটির ভিডিও ধারণ করে টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।

ভিডিওতে দেখা যায়- কাউন্সিলর রাজুসহ অভিযুক্তরা কামালকে এলোপাতাড়ি কিলঘুসি দিচ্ছেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি কামালকে বাঁচানোর চেষ্টা করছেন।

কাউন্সিলর রিয়াজ পাটওয়ারী রাজু বলেন, কামাল প্রথমে আমার ভাইকে মেরেছে। পরে আমার ভাই তার ওপর হামলা করতে গেলে আমি ছাড়িয়ে দিয়েছি। তখন আমিও মারধরের শিকার হয়। ঘটনার সবগুলোই ভিডিও ধারণ করা হয়েছিল কিন্তু ছোট একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া জানান, বাড়ির সড়কে সংস্কারে সময় নিজেদের জমি দাবি করে আইনজীবী কামাল বাধা দেয়। এতে কাউন্সিলর রাজু পাটওয়ারীর ছোট ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তখন আইনজীবী তাকে চড় থাপ্পড় দেয়। পরবর্তীতে রাজুর ভাইও লোকজন নিয়ে আইনজীবীর ওপর হামলা করে। এ সময় রাজু তাদের ছাড়িয়ে দিতে যায়। তখন রাজুকেও মারধর করা হয় বলে শুনেছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, আইনজীবীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আর্কাইভ