• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শ্যালকের হাতে দুলাভাই খুন

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩, ১১:১৪ পিএম

শ্যালকের হাতে দুলাভাই খুন

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে দীপক চন্দ্র ঘোষ (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার লিচু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

দীপক স্থানীয় রাখাল চন্দ্র ঘোষের ছেলে।

নিহতের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে দীপকের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। বেশ কয়েকবার সামাজিকভাবে সালিস হলেও কোনো সুরাহা হয়নি। সবশেষ ডিভোর্সের সিদ্ধান্ত নেন তারা। এ নিয়ে দীপকের সঙ্গে তার শ্যালক সাগর ত্রিপুরার (২২) কথা-কাটাকাটি হয়।

সোমবার রাতে সাগর তার কয়েকজন বন্ধুসহ উপজেলার লিচু বাগানে অবস্থান নেন এবং দীপক বাড়ি যাওয়ার পথে দেশীয় অস্ত্র দিয়ে তার (দীপক) মাথায় আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা দীপককে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে (দীপক) মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা রাখাল চন্দ্র ঘোষের দাবি, দীপকের স্ত্রী ও শ্যালক পরিকল্পনা করে তাকে (দীপক) হত্যা করেছে।

এ বিষয়ে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সামছুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলমান ও মামলা প্রক্রিয়াধীন।

আর্কাইভ