• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘বঙ্গবন্ধুকে হত্যার পর ফখরুলের পরিবার উল্লাসে মেতেছিল’

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩, ১০:১৪ পিএম

‘বঙ্গবন্ধুকে হত্যার পর ফখরুলের পরিবার উল্লাসে মেতেছিল’

দিনাজপুর প্রতিনিধি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এই সেই মির্জা ফখরুল যার বাবা একজন কুখ্যাত রাজাকার ছিল। ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ফখরুলের পরিবার উল্লাসে নৃত্য করেছিল। বাংলাদেশ যখন এগিয়ে যায় তখন মির্জা ফখরুলদের গাত্রদাহ শুরু হয়। এদের দায়িত্বেই হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া। এই সরকার ও রাষ্ট্রের সুবিধাভোগী যারা তাদের এখন বিশেষ সজাগ ও সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে দিনাজপুরের বিরল উপজেলায় উপজেলা পরিষদ কমপ্লেক্স রুমে আশ্রয়ণ প্রকল্প-২ টাক্স ফোর্স কমিটির আলোচনা সভায় এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলেই আজকের এই উন্নয়ন সম্ভব হচ্ছে। বিশ্ব ব্যাংক আজ বাংলাদেশের উন্নতি দেখে প্রশংসা করছে। আগামীতে বাংলাদেশের উন্নয়নে তারা আর্থিক সহায়তা অব্যাহত রাখবে বলে কথা দিয়েছে। যারা সংখ্যালঘুদের উপর নির্যাতন করেছে, হাওয়া ভবন তৈরি করেছে তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ওয়াজেদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার নয়টি প্রকল্পে প্রায় ১১০০ সুবিধা ভোগীদের মাঝে সাইকেল, আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

আর্কাইভ