• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বগুড়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩, ০৪:৩৫ পিএম

বগুড়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার সদরের মহাস্থান এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় হাসেন আলী নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় বাদশা মিয়া নামে আরেক ব্যবসায়ী হন। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মহাস্থানের নাগরকান্দী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাসেন ও বাদশা দুজনেই মহাস্থানের নাগরকান্দী এলাকার বাসিন্দা। তারা একই সাথে মাছের ব্যবসা করতেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই এরশাদ আলী।

তিনি জানান, হাসেন ও বাদশা দু জনেই রাস্তার পাশে দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় রংপুর থেকে আসা একটি ফাঁকা অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। অসাবধানতাবশত অ্যাম্বুলেন্সটি দুই মাছ ব্যবসায়ীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাসেন আলী মারা যান।

আর বাদশা মিয়াকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা।

এসআই এরশাদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ