প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩, ০২:৪৮ পিএম
বাবুগঞ্জ উপজেলায় ফসলি জমির পানি নিষ্কাশনে সরকারি নালা খনন কাজে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৩ জানুয়ারি) নালা খনন শুরু হলে বাধা দেন স্থানীয় আব্দুল হালিম ও তার পরিবারের লোকজন। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফাতিমার সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। তবে এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী আব্দুল হালিম বলেন তাদের ব্যক্তিগত জমিতে নালা কাটা হয়েছে। কোন প্রকার কারণ ছাড়া এমন ঘটনায় হতবাক তারা।
বরিশালে বাবুগঞ্জে আরিজি কালিকাপুর গ্রামে কয়েক বছর আগে কৃষি জমির পানি নামাতে নালা থাকলেও একসময় তা ভরাট হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন চাষিরা। এ অবস্থায় নালাটি পুনরায় খননের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।
বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ওপর নালাটি জনস্বার্থেই পুনরায় খনন করা হয়েছে। আমরা আব্দুল হালিমকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে কারও কথা শোনেন না। জনগণের ভালো জন্য এ কাজ করা হয়েছে।
এনএমএম/