• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: জুন ২২, ২০২১, ০৫:২৭ পিএম

মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে দুজন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরও চারজন। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে উখিয়ার কোটবাজার এলাকায় ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

উখিয়া স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া বলেন, নিহত দুজনের লাশ আনা হয়েছে। ঘটনায় আহত আরও চারজনের চিকিৎসা চলছে। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি সঞ্জুর মোর্শেদ বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মামুন/নির্জন

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ