• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

গলায় চকলেট আটকে শিশুর মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩, ০৪:৫৭ এএম

গলায় চকলেট আটকে শিশুর মৃত্যু

দেশজুড়ে ডেস্ক

নিয়ামতপুরে গলায় চকলেট আটকে কৌশিক চন্দ্র দাস নামে আড়াই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার উপজেলার সদর ইউনিয়নের বালাহৈর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু কৌশিক চন্দ্র দাস বালাহৈর গ্রামের সংকর দাসের ছেলে।

নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, সকালে প্রতিবেশী এক শিশুর চকলেট খাওয়া দেখে চকলেট খাওয়ার বায়না ধরে কৌশিক। এরপর তাকে একটি চকলেট দেওয়া হয়। চকলেট মুখে দিয়েই লাফালাফি শুরু করে সে। উপায় না দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। সেখানে শিশুটির অবস্থা সংকটাপন্ন দেখে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জয়ন্ত দাস দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার প্রস্তুতির সময় তার মৃত্যু হয়।

চিকিৎসক জয়ন্ত দাস জানান, শিশু কৌশিককে সকাল ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার স্বজনরা। তার শ্বাসনালিতে চকলেট জাতীয় কিছু দেখা যায়; কিন্তু এখানে উন্নত চিকিৎসার ব্যবস্থা না থাকায় শিশুটিকে রাজশাহী মেডিকেলে নেওয়ার জন্য বলা হয়। সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

আর্কাইভ