• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সাংবাদিক রোজিনার মামলার তদন্ত পিবিআইতে

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ০৯:১৪ পিএম

সাংবাদিক রোজিনার মামলার তদন্ত পিবিআইতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাংবাদিক রোজিনা ইসলামের মামলার তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৩ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ নির্দেশ দেন।

মামলার বাদী শিব্বির আহমেদের ‘নারাজি’ আবেদন মঞ্জুর করে আদালত পিবিআইকে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।

এর আগে, গত বছরের ৪ জুলাই রোজিনাকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী গোয়েন্দা পুলিশ। প্রতিবেদনে ঘটনার সত্যতা পায়নি বলেও উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ মে নথি সরানোর অভিযোগে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম ভূঞার কক্ষে রোজিনাকে প্রায় ৬ ঘণ্টা আটকে রাখা হয়। পরে ওই দিন রাতেই তার বিরুদ্ধে নথি চুরি ও ছবি তোলার অভিযোগ মামলা হয়।

পরে ওই বছরের ২৩ মে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে পাঁচ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন আদালত।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ