• ঢাকা মঙ্গলবার
    ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

লক্ষ্মীপুরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ০৭:২৬ পিএম

লক্ষ্মীপুরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী থেকে নাহিদ হোসেন আরমান নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৩ জানুয়ারি) রাত ১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নাহিদ সদর উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের বেল্লাল হোসেন শিপনের ছেলে ও মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী। 

নিহতের পরিবারের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের বিষয়ে রাতে স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার চাইতে যাই। বাড়িতে এসে দেখি নাহিদের মরদেহ ঘরের ভিতর ঝুলে আছে। পরে পুলিশে খবর দেয়া হয়। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চাচা বাচ্চু মিয়া তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেন নাহিদের পরিবার। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এএল/

আর্কাইভ