• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সৈয়দপুরে খোকা সরকার ফাউন্ডেশনের কম্বল বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ০৭:১২ পিএম

সৈয়দপুরে খোকা সরকার ফাউন্ডেশনের কম্বল বিতরণ

নীলফামারী প্রতিনিধি

প্রয়াত সমাজসেবী খোকা সরকার ফাউন্ডেশনের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে শীতার্ত মানুষের মাঝে ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। 

সোমবার সকালে (২৩ জানুয়ারি) শহরের মুন্সিপাড়া এলাকায় মরহুমের বাসভবন থেকে ওই কম্বল বিতরণ করা হয়। সমাজসেবী খোকা সরকারের সন্তান ফাউন্ডেশনের পরিচালক ও সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু উপস্থিত থেকে কম্বলগুলো তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক মহসিনুল হক, অধ্যাপক ইলিয়াস আলী প্রমুখ। 

ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম বাবু বলেন, আমার আমেরিকা প্রবাসী ভাই-বোনেরা বাবার নামে ফাউন্ডেশনটি গড়ে তুলেছি। এর মাধ্যমে শিক্ষাবৃত্তি প্রদান, সুবিধা বঞ্চিতদের স্বাস্থ্যসেবাসহ নানা সুবিধা দেয়া হচ্ছে। এরই ধরাবাহিকতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হলো সমাজের গরিব ও অভাবী মানুষের মাঝে।


এএল/

আর্কাইভ