• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নেশাগ্রস্ত ছেলের হাতে পিতা খুন

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ০৪:৫৫ পিএম

নেশাগ্রস্ত ছেলের হাতে পিতা খুন

দেশজুড়ে ডেস্ক

মদ খেয়ে গভীর রাতে বাড়ির ফেরায় ছেলেকে বকা দিলে, বাবা ছেলের হাতাহাতি হলে বাবা আহত হয়। অতপর ঘটল প্রাণহানি।

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি

ইউনিয়নের পানের ছড়া বলীর পাড়ায় রবিবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

ইউনিয়নের এই ওয়ার্ডের ইউপি সদস্য রাজামিয়া গণমাধ্যমকে জানান, ছেলে শহীদুল্লাহ (৩২) মাতাল হয়ে ঘরে ফিরলে তার বাবা মোহাম্মদ আলম (৬৫) ছেলেকে বকাবকি করে। একপর্যায়ে ছেলেও উচ্চবাচ্য ও উশৃংখল আচরণ করে মানুষ জড়ো করে ফেলে। এতে বাবা তাকে শাসন করতে গেলে, বাবা-ছেলের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মিলে দুজনকে থামাতে গেলে সেখানেই জ্ঞান হারান পিতা।

এ সময় এলাকাবাসীর সহযোগিতায় স্থানীয় মা ও শিশু হাসপাতালে নেয়া হয়। পরে লিংকরোড মেরিন সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আলমকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর থেকে ছেলে শহীদুল্লাহ পলাতক।

স্থানীয় এই ইউপি সদস্য আরও জানান, রামু থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

এসএই/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ