• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ০২:১৯ এএম

মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

দেশজুড়ে ডেস্ক

কুমিল্লায় মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং মেশানোর দায়ে ‘মেসার্স আল্লাহর দান টি হাউস’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২১ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর চকবাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আসাদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং মেশানোর দায়ে মেসার্স আল্লাহর দান টি হাউস নামের প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ক্ষতিকর রং মিশ্রিত ১ হাজার ১২৫ কেজি মরিচের গুঁড়া জব্দ করে ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী প‌রিচালক মো. আসাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত তদার‌কি অভিযা‌নে ক‌্যা‌বের প্রতি‌নি‌ধি, ব‌্যবসায়ী নেতৃবৃন্দ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে এবং জব্দকৃত পণ‌্য ধ্বং‌সের ক্ষে‌ত্রে ফায়ার সা‌র্ভিসের এক‌টি টিম সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ