• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মেলা দেখার কথা বলে লাশ হয়ে ফিরল ইয়াসিন

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ১১:১৪ পিএম

মেলা দেখার কথা বলে লাশ হয়ে ফিরল ইয়াসিন

নিখোঁজের ৬দিন পর রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

বন্ধুদের সাথে সুলতান মেলা দেখার কথা বলে বাসা থেকে বের হয়ে লাশ হয়ে ফিরতে হলো রাজমিস্ত্রি ইয়াসিন মোল্যাকে (২২)। 

নিখোঁজের ছয়দিন পর রবিবার (২২ জানুয়ারি) দুপুরে নড়াইল সদরের আলোকদিয়া ঈদগাহ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ১৬ জানুয়ারি রাতে সুলতান মেলা দেখার কথা বলে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন ইয়াসিন। এরপর তার খোঁজ মেলেনি। ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। ইয়াসিন নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার বিল্লাল মোল্যার ছেলে।


নড়াইলে নিখোঁজের ৬দিন পর রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার।
গলায় ছুরি মেরে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই।


ইয়াসিনের মরদেহ খেজুর পাতা দিয়ে ঢাকা ছিল। পঁচে গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, ইয়াসিনকে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।


এদিকে ইয়াসিন নিখোঁজের পর তার বোন শিরিনা খানম গত ১৮ জানুয়ারি নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সদর থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমান জানান, ইয়াসিনের গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

সাজেদ/

আর্কাইভ