• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

জাপানি দুই শিশু কার জিম্মায় থাকবে জানা যাবে ২৯ জানুয়ারি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ১০:৫৭ পিএম

জাপানি দুই শিশু কার জিম্মায় থাকবে জানা যাবে ২৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাপানি বংশোদ্ভূত সেই দুই শিশু বাবা ইমরান শরিফ নাকি মা নাকানো এরিকোর জিম্মায় থাকবে এ বিষয় রায় ঘোষণার জন্য আগামী ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২২ জানুয়ারি) দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

নাকানো এরিকোর আইনজীবী শিশির মনির বিষয়টি জানিয়েছেন। 

এর আগে গত ১৫ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান উভয় পক্ষের বক্তব্য শুনে তা রেকর্ড করেন। আজ (২২ জানুয়ারি) এ মামলায় যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেন। 

আর্কাইভ