• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ০৫:৫০ পিএম

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি

পঞ্চগড় প্রতিনিধি

রবিবার (২২ জানুয়ারি) দেশের ২৩ জেলার উপর দিয়ে বইছে মৃদু ও মাঝারী শৈত্যপ্রবাহ। এসব জেলায় কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। দিনের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশার পুর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
হিমালয়ের হিমেল বাতাসে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ সবচেয়ে বেশি। দিনে কিছুক্ষণের জন্য সূর্যের দেখা মিললেও রোদের তাপ কম। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠাণ্ডা ও কুয়াশা।
রংপুর বিভাগের আট জেলায় কনকনে ঠাণ্ডায় বাইরে বের হতে পারছেন না সাধারন মানুষ। স্বাভাবিক কাজকর্ম করতে না পারায় বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। অতিরিক্ত ঠাণ্ডায় কৃষি জমিতে কাজ করতেও অনেক কষ্ট হচ্ছে কৃষকদের।

ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও কোল্ড ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগ-বালাই।


বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখে গেছে শ্রমজীবী মানুষকে।
রংপুর বিভাগ ছাড়াও শীতের দাপট রয়েছে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলায়।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

 

এনএমএম/এএল

 

আর্কাইভ