• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ০২:২১ পিএম

ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বালু ভর্তি ড্রাম ট্রাকের চাপায় মো. আজিম হোসেন (১৮) নামে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় রিয়াজ হোসেন নামের আরেক শিক্ষার্থী আহত হন।
শনিবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে দুর্ঘটনার বিষয়টি জানান চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম।
এর আগে রাত ৮টার দিকে লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের বটতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী আজিম হোসেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আটিয়াতলী গ্রামের বাবুল হোসেনের ছেলে ও চাঁদখালী এ রব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আহত রিয়াজ হোসেন একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিম ও তার বন্ধুরা বিকেলে দুইটি মোটরসাইকেল নিয়ে চন্দ্রগঞ্জে মেলায় ঘুরতে যান। মেলায় থেকে আসা পথে বটতলী বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি ড্রাম ট্রাক আজিমের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আজিমের বন্ধু রিয়াজ হোসেন আহত হন।
ওসি মো. তৌহিদুল ইসলাম জানান, ট্রাক ও তার চালককে আটক করা যায়নি। তবে হাইওয়ে পুলিশ এ বিষয়ে কাজ করছে

 

এনএমএম/

আর্কাইভ