• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

শেরপুরে ৪ হাত ৪ পা নিয়ে শিশুর জন্ম

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ০৯:৫৬ পিএম

শেরপুরে ৪ হাত ৪ পা নিয়ে শিশুর জন্ম

শেরপুর প্রতিনিধি

শেরপুরে ৪ হাত ৪ পা বিশিষ্ট অদ্ভূত এক নবজাতক জন্মগ্রহণ করেছে। শুক্রবার (২০ জানুয়ারি) জেলা সদর হাসপাতালে এ শিশুর জন্ম দেন হোসনে আরা বেগম (২৬)। শনিবার (২১ জানুয়ারি) সকালে ওই শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, হোসনে আরা বেগম শ্রীবরদী উপজেলার গিলাগাছা গ্রামের রফিক মিয়ার স্ত্রী। হোসনে আরা বেগমের একটি কন্যা সন্তান রয়েছে। এটি তার দ্বিতীয় ছেলে সন্তান এবং প্রসূতি হোসনে আরা বেগম সুস্থ রয়েছেন।

জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, ওই অদ্ভূত নবজাতক ছেলেটি সুস্থ রয়েছে। তবে তার শরীরের স্বাভাবিক গঠন ফিরিয়ে আনতে সার্জারি প্রয়োজন হওয়ায় শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নবজাতক দেখতে আসা আমিনা খাতুন বলেন, আমার এক বান্ধবীর কাছে থেকে শুনে দেখতে আসলাম, এসে দেখি অদ্ভূত এক শিশু। ৪ হাত, ৪ পা। আমি জীবনেও এমন শিশু দেখিনি।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) খায়রুল কবির সুমন বলেন, গর্ভকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ ব্যতীত উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন অথবা পিল সেবন করলে এ ধরনের জন্মগত ত্রুটি হতে পারে। এছাড়া জিনগত কারণেও হতে পারে। তবে শিশুটিকে অস্ত্রোপচার করলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।


এএল/
 

আর্কাইভ