প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ০৯:৪৯ পিএম
লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ১০টার দিকে শহর থেকে বাসায় ফেরার পথে সাহেব ডাঙ্গা এলাকায় বাসার সামনে তাকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। তবে হত্যাকাণ্ডের কারণ ও কারা এ হত্যাকাণ্ডের সাঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের রহস্য খুঁজতে ইতোমধ্যে মাঠে নেমে পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
এম ওয়াজেদ আলী লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আবেদ আলীর ছোট ভাই। প্রত্যক্ষদর্শীরা জানান, শহর থেকে বাসায় ফেরার পথে তার বাসার গেটের সামনে এম ওয়াজেদ আলীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন বের হলে দুর্বৃত্তরা এম ওয়াজেদ আলীকে জবাই করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তবে হত্যাকাণ্ডের কারণ ও কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, এর সঙ্গে কারা জড়িত এবং এ হত্যাকাণ্ডে রহস্য বের করতে ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। আমরা আশাকরি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করতে পারবো।
এএল/