প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ০৯:৩৭ পিএম
নীলফামারীর সৈয়দপুরে শীতে কাতর মানুষরা পেলো শীতের কম্বল। সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানির উদ্যোগে এসব কম্বল গরিব ও অভাবী শীতার্ত মানুষের হাতে তুলে দেয়া হয়।
এ উপলক্ষে শনিবার সকালে (২১ জানুয়ারি) এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি সৈয়দপুরের ভিভিপি ও ব্রাঞ্চ ইনচার্জ রশিদুল হক সরকার, শাখা ব্যবস্থাপক এসরার আহমেদ সাজু, সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিরুজ্জামান, আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মাকছুদার রহমান, প্রভাষক আলমগীর হোসেন, নওশাদ আনসারী, সামিউল আলিম প্রমুখ।
অনুষ্ঠানে কম্বল নিতে আসা সৈয়দপুরের কামারপুকুরের কেছু মামুদ (৭০) জানান, ঠাণ্ডাত হামরা মরি যাইছি, কাহো হামার প্যাকে দেখে না। কিন্তু এমার কম্বল পায়া মোর মনটা ভরে গেইছে। যারা হামার মতো গরিব মানুষক কম্বল দিলো তারা যুগ যুগ বাঁচে থাকুক।
এএল/