• ঢাকা শনিবার
    ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ০৯:১৫ পিএম

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

শেরপুর প্রতিনিধি

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে সদরের বাজিতখিলা প্রতাবিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আব্দুর রফিক (৫৮) মৃত শাহা ফকির মিয়ার ছেলে। 
নিহতের পরিবারে বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আঙ্গুর মিয়ার পরিবারের সঙ্গে আব্দুর রফিকের পরিবারের জমি সংক্রান্ত মামলা চলছিল। গতকাল বৃহস্পতিবার মামলার জামিনে আসে আব্দুর রফিক। রাত এগারোটায় খাবার খেয়ে বাড়ির বাইরে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিল সে। শুক্রবার সকালে বাড়ির পাশের এক বাগানে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে থেকে তার মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল বলেন, নিহতের শরীরে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

এএল/

আর্কাইভ