• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই কলেজছাত্রের

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ০৭:৪৭ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই কলেজছাত্রের

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে সিয়াম (১৮) ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার বাসিন্দা শাকিল হোসেন (১৮)। প্রাথমিকভাবে জানা গেছে তারা দুজন গাজীপুর বিজিএমইএ কলেজে অধ্যয়নরত ছিলেন।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর উপজেলার ডুমনী পাগলা ব্রিজ এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেল ব্রিজে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং-এর সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ও আরোহীর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ