• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সাদ কান্ধলভীর ইজতেমায় আসা নিয়ে সংশয়, এলেন তার ৩ ছেলে

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ০৪:৩২ এএম

সাদ কান্ধলভীর ইজতেমায় আসা নিয়ে সংশয়, এলেন তার ৩ ছেলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার (২০ জানুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। ইজতেমা ময়দানে আদায় করা হবে বৃহত্তর জুমার নামাজ। জুমার নামাজে ইমামতি করবেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। এতে গাজীপুর ও আশপাশের এলাকার লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। 

এদিকে দ্বিতীয় পর্বের ইজতেমায় আদি তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভী আসবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন তার ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী, মাওলানা সাঈদ কান্ধলভী, মাওলানা ইলিয়াস কান্ধলভী এবং জামাতা মাওলানা হাসান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা ময়দানে প্রবেশ করেন। এ সময় তাদেরকে তাবলিগের সাথীরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান। 

dhakapost

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম। তবে এবার মাওলানা সাদ কান্ধলভী আসবেন কিনা তা নিশ্চিত করে কেউ বলতে পারেননি।

জানা গেছে, মুসল্লিরা ইজতেমা ময়দানে আগেই জড়ো হওয়ায় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ আসর থেকে অনানুষ্ঠানিকভাবে মাওলানা আব্দুস সাত্তারের জিম্মাদারিতে বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। দ্বিতীয় পর্বেও দেশের ৬৪ জেলা ছাড়াও বিদেশি মুসল্লিরা ইজতেমায় অংশ নিয়ে যার যার খিত্তায় অবস্থান নিয়েছেন। এ পর্বের ইজতেমাকে ৮৫টি খিত্তায় ভাগ করা হয়েছে। 

আর্কাইভ