প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ০৪:১৫ এএম
নিখোঁজের ৮ দিন পর বাসায় ফিরেছেন ‘মোল্লার বই ডটকম`-এর সিইও মাহমুদ জাফর। বুধবার রাত সোয়া ২টার দিকে বাসায় ফেরেন তিনি।
এই কয়েক দিন তিনি কোথায় ছিলেন বা কেউ তাকে তুলে নিয়ে গিয়েছিল কিনা সেই বিষয়ে কিছুই জানাননি তিনি। বুধবার রাত সোয়া ২টার সময় মাহমুদ জাফরের ছোটভাই আহমদ জাফর তার ভাইয়ের বাসায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহমদ জাফর তার ভাই মাহমুদ জাফরের বরাতে যুগান্তরকে বলেন, তার ভাই পেশায় একজন বই বিক্রেতা। যাত্রাবাড়ীর কুতুবখালী মাদ্রাসা মার্কেটে তার একটি লাইব্রেরি রয়েছে। তিনি মোল্লার বই ডটকম নামে অনলাইন শপের পরিচালক। গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং।
১০ জানুয়ারি রাত সাড়ে ৮টার সময় ক্রেতাকে বই ডেলিভারি দিতে গিয়েছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল শনিরআখড়ার মাঝামাঝি স্থান থেকে একটি গাড়িতে ভাইকে টান দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর আর কিছুই বলতে পারেননি। কি গাড়ি ছিল তাও দেখার সুযোগ হয়নি তার। তারপর অনেক জার্নি করে কোথায় যেন নিয়ে গেছে। ১৮ জানুয়ারি বুধবার দিবাগত রাতে চোখ বাঁধা অবস্থায় একটি গাড়িতে করে রাজধানীর দোলাইরপাড় সড়কে নিয়ে আসেন। সেখানে তাকে বাঁধন খুলে দিয়ে নামিয়ে দেন। সেখান থেকে হেঁটে রাত সোয়া ২টার দিকে তিনি কুতুবখালীর বাসায় আসেন।
তাকে কোথায় নিয়েছিলেন সেই স্থানের কথা বলতে পারেননি এবং তাকে নেওয়ার পর কোনো প্রকার খারাপ আচরণ বা মারধর করা হয়নি বলেও তিনি জানান।
কী গাড়িতে করে তাকে দোলাইরপাড় রেখে গেছে তাও বলতে পারেননি মাহমুদ জাফর। গাড়ি থেকে নামানোর সময় চোখের বাঁধন খুলে তাকে সোজা সামনের দিকে হাঁটতে এবং পেছনের দিকে তাকাতে নিষেধ করা হয়।
মাহমুদ জাফরের সঙ্গে থাকা তার ব্যবহৃত ৪টি সিমসহ ২টি মোবাইল সেট অপহরণকারীরা রেখে দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
আহমদ জাফর বলেন, আমার ভাই অসুস্থ। সারাক্ষণ ঘুমাচ্ছেন। সেই কারণে কারো সঙ্গে কথা বলতে পারেননি। ১০ জানুয়ারি মাহমুদ নিখোঁজ হন তিনি। ১১ জানয়ারি তার বাবা মাওলানা জাফর আহমেদ যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মফিজুল আলম যুগান্তরকে বলেন, মাহমুদ বাসায় ফেরার পর তার বাবা থানায় এসে ছেলে বাসায় ফিরে এসেছেন বলে আমাকে জানিয়েছেন। মাহমুদ অসুস্থ, তাই তিনি নিখোঁজ হওয়া ও ফিরে আসাসহ কোনো কিছুই বলেননি বলে তার বাবা আমাকে জানিয়েছেন।