• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সৈয়দপুরে প্রত্যাশা ’৮৬ এর সোয়েটার পেল দুস্থ শিশু শিক্ষার্থীরা

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ০১:৫৮ এএম

সৈয়দপুরে প্রত্যাশা ’৮৬ এর সোয়েটার পেল দুস্থ শিশু শিক্ষার্থীরা

সৈয়দপুরে প্রত্যাশা ’৮৬ এর সোয়েটার পেল দুস্থ শিশু শিক্ষার্থীরা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে সামাজিক সংগঠন প্রত্যাশা ’৮৬ এর উদ্যোগ  দেড় শত অসহায় দুস্থ শিক্ষার্থীকে এক শত ৫০ পিস নতুন সোয়েটার প্রদান করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল তিনটায় শহরের সাহেবপাড়াস্থ সৈয়দপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে  ওই সোয়েটার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন  সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান। অরাজনৈতিক সামাজিক সংগঠন প্রত্যাশা ’৮৬ এর সভাপতি ও সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সিনিয়র শিক্ষক মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ মো. শহীদুল হক।


এ সময় প্রত্যাশা ’৮৬ এর সহ-সভাপতি ও সৈয়দপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  কৃষিবিদ এম এ মুবিন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম রবি, সহ-সাংগঠনিক আনিছুল ইসলাম,  কোষাধ্যক্ষ নাসিম উদ্দিন, সহ- কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম,  প্রচার সম্পাদক টিকেন্দ্রজিৎ রায় মীরু, দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, কার্যকরী  কমিটির সদস্য নিরঞ্জন চন্দ্র রায়, রায়হানা লুনা, ফরিদা পারভীন ডলি প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও ফয়সাল রায়হান শিশু শিক্ষার্থীদের হাতে সোয়েটারগুলো তুলে দেন। ওই দিন সংগঠনটির পক্ষ থেকে সৈয়দপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের এক শত ৫০ অসহায়  দুস্থ শিক্ষার্থীদের মাঝে নতুন সোয়েটার বিতরণ করা হয়েছে।

 

সাজেদ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ