• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

জয়পুরহাটে ইটভাটায় অভিযান লাখ টাকা জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ০১:৫৬ এএম

জয়পুরহাটে ইটভাটায় অভিযান লাখ টাকা জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি

সচলতি বছরে জয়পুরহাটে ইটভাটায় অভিযান শুরু করে জেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় জেলার সদর উপজেলায় একটি অবৈধ ইট ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) উপজেলার ধলাহার ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় মেসার্স হারুন এন্ড ব্রাদার্স ব্রিকস নামে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। 

পরিবেশ অধিদফতরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্বে দেন জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন। এসময় পরিবেশ অধিফতরের জয়পুরহাটের দায়িত্বরত সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মাহবুবসহ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যে একটি ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

 

সাজেদ/


 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ