• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নীলফামারীতে ট্রলি চাপায় স্বামী নিহত, আহত স্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ০১:৪৯ এএম

নীলফামারীতে ট্রলি চাপায় স্বামী নিহত, আহত স্ত্রী

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় তারেক রহমান (২৫) নামে উত্তরা ইপিজেডের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তার স্ত্রী মাহফুজা বেগম। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে নীলফামারী সৈয়দপুর সড়কের শিমুলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের নতুন হাট এলাকার বাসিন্দা।


ফায়ার সার্ভিস ও পুলিশ সুত্র জানায়, মোটর সাইকেল যোগে বোতলাগাড়ি থেকে উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন তারা। ঘটনাস্থলে বিপরিত দিক থেকে বালু বোঝাই একটি ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে মারা যান তারেক। গুরুতর আহত মাহফুাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০শয্যা হাসপাতাল এবং পরে সেখান থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, নিহত তারেক উত্তরা ইপিজেড এর সনিক বাংলাদেশে কাজ করতেন। তার স্ত্রীকে রংপুরে ভর্তি করা হয়েছে।

 

সাজেদ/
 

আর্কাইভ