• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে রেস্টুরেন্ট কর্মী

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ১২:১৮ এএম

রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে রেস্টুরেন্ট কর্মী

দেশজুড়ে ডেস্ক

রাজধানীর ফার্মগেট থেকে মো. মামুন মৃধা (৩৮) নামে এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। পরে সেখান থেকে মামুনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে ঢামেকের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন তিনি।

জানা গেছে, মামুন বরিশালের বাকেরগঞ্জ থানার মজিদ মৃধার ছেলে এবং ফার্মগেটে একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করেন।

মামুনের সহকর্মী কামালের বরাতে পুলিশ জানিয়েছে, আমরা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করি। জরুরি কাজে সে কারওয়ান বাজার গিয়েছিল। এরপর তাকে আনন্দ সিনেমা হলের সামনে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এখনও তার জ্ঞান ফেরেনি। তাই কিছুই জানা যায়নি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমে জানান, অজ্ঞানপার্টির খপ্পরে পড়া যুবককে ভর্তি করা হয়েছে। অজ্ঞানপার্টির সদস্যরা তার কাছ থেকে কিছু নিয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

আর্কাইভ