• ঢাকা বুধবার
    ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

খুলনায় জোড়া বাছুরের জন্ম

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ১২:১৪ এএম

খুলনায় জোড়া বাছুরের জন্ম

দেশজুড়ে ডেস্ক

খুলনার ডুমুরিয়ায় এক গাভি জোড়া লাগানো বাছুরের জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে এ বাছুরের জন্ম হয়।

জানা গেছে, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ভদ্রদিয়া গ্রামে আবু তালেবের একটি গাভির দুইটি বাচ্চা এক সঙ্গে জোড়া লাগানো অবস্থায় জন্ম হয়েছে। বাচ্চা দুইটির মাথা দুইটি, লেজ দুইটি, পা আটটি, দুটি কান, পেট ও মলদ্বার একটি।

উপজেলা পশু সম্পদ কর্মকর্তা আরশাফুল কবির গণমাধ্যমকে বলেন, এর অস্ত্রোপচার ব্যয়বহুল। তা ছাড়া কোনো উপজেলা বা জেলাতে এ অস্ত্রোপচার সরঞ্জাম নেই।

আর্কাইভ