• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

স্মার্ট বাংলাদেশ গড়তে চাই স্মার্ট সাংবাদিক - লক্ষ্মীপুরের পুলিশ সুপার

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ০৯:০১ পিএম

স্মার্ট বাংলাদেশ গড়তে চাই স্মার্ট সাংবাদিক  - লক্ষ্মীপুরের পুলিশ সুপার

লক্ষ্মীপুর প্রতিনিধি


বাংলাদেশ গড়তে চাই স্মার্ট সাংবাদিক, সাংবাদিকরা হলেন- রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। 
সাংবাদিকদের লিখনির মাধ্যমে অনেক কিছু জানতে পারি, সমাজের অবহেলিত মানুষের কথা বলে সাংবাদিকরা।
সকালে জেলা প্রেস ক্লাবে এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট পুলিশের পাশাপাশি স্মার্ট সাংবাদিক দরকার।
তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জেলার উন্নয়নে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। 
এ সময় প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, ডি ওয়ান আজিজুর রহমান, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, আনোয়ার রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ জেলার বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

 

 

এএল/

আর্কাইভ