• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দুই সন্তানসহ বিষপানে গৃহবধূর আত্মহত্যাচেষ্টা, স্বামী পলাতক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ০২:৪৬ এএম

দুই সন্তানসহ বিষপানে গৃহবধূর আত্মহত্যাচেষ্টা, স্বামী পলাতক

স্বামী

নড়াইল প্রতিনিধি

নড়াইলে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে পারিবারিক কলহ ও মারধরের জেরে দুই শিশু সন্তানসহ বিষপানে আত্মহত্যাচেষ্টা করেছেন শিউলী বেগম (৩০) নামে এক গৃহবধূ।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে নড়াইল শহরের ভওয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিশুপুত্র গোলাম রাব্বী (৯) ও কন্যা ইলমাকে (৪) ট্যাং পানিয়ের সঙ্গে বিষ মিশিয়ে পান করিয়ে পরে নিজেও খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই গৃহবধূ।

বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনজনই নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনা জানাজানির পর ওই গৃহবধূর স্বামী পালিয়ে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নড়াইল পৌর এলাকার ভওয়াখালী গ্রামের দাউদ গাজীর ছেলে মিঠুর সঙ্গে ১৩ বছর আগে বিয়ে হয় নরসিংদী জেলার শিউলী বেগমের। সম্প্রতি স্বামী মিঠু দ্বিতীয় বিয়ে করেছে-এমন খবরে পরিবারে কলহ বাড়তে থাকে।

এরই জেরে বুধবার সকালে ঝগড়ার একপর্যায়ে ছেলে-মেয়ের সামনে গৃহবধূকে মারধর করেন স্বামী মিঠু। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শিউলী বেগম দুপুর ১২টার দিকে ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসেন। পরে ট্যাং গুলিয়ে তার মধ্যে ঘাসমারা বিষ মিশিয়ে পান করে দুই সন্তানসহ আত্মহত্যার চেষ্টা করেন মা নিজেও। এরপর প্রথমে সন্তানরা অসুস্থ হওয়া শুরু করলে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।

নড়াইল সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আসাদ-উজ-জামান মুন্সি গণমাধ্যমকে বলেন, মা ও ছোট মেয়েটি আশঙ্কামুক্ত নয়। তাদের যথাযথ চিকিৎিসা চলছে।

আর্কাইভ