• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হাইকোর্ট যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ০৯:২৪ পিএম

হাইকোর্ট যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আত্মীয়ের জামিন করাতে এসে রাজধানীর হাইকোর্ট মোড় এলাকায় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মফিজার রহমান (৩২) নামে এক যুবক। এ সময় তার সঙ্গে থাকা ২০ হাজার টাকা নিয়ে যায় প্রতারক চক্রটি।

বুধবার (১৮ জানুয়ারি ) বেলা ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

মফিজার রহমানের চাচাতো ভাই বেলায়েত হোসেন বলেন, মফিজার রহমানের এক আত্মীয়ের জামিনের জন্য গতকাল আমরা পঞ্চগড় থেকে ঢাকায় এসেছি। আজ সকালে মিরপুর থেকে বাসে করে হাইকোর্টে যাওয়ার পথে বাসেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। এ সময় তার সঙ্গে থাকা ২০ হাজার টাকা নিয়ে যায় প্রতারক চক্রটি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক তার পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, হাইকোর্ট মোড় থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক যুবককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ