• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ০৮:২৩ পিএম

বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মিয়ানমারের অস্ত্রধারী মাদক কারবারি নবী হোসেন গ্রুপের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামংখালীর সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি হয়। বিজিবির এক শীর্ষ কর্মকর্তাও সীমান্তে গোলাগুলির ঘটনার সত্যতা জানিয়েছেন।

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘‘মিয়ানমার থেকে দুজন নারী-পুরুষ ওই সীমান্ত দিয়ে এপারে প্রবেশ করে। এ সময় সেখানে দায়িত্বে থাকা বিজিবির সদস্যরা তাদের জিজ্ঞেসাবাদকালে অতর্কিত সে দেশের ‘সন্ত্রাসী’ গ্রুপ নবী হোসেনের ২০-৩০ অস্ত্রধারী বিবিজির টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। বেশ কিছুক্ষণ উভয় পক্ষে গোলাগুলি চলে। পরে অস্ত্রধারীরা মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।’’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, ওই নারী মাদক ডিলার হিসেবে পরিচিত সন্ত্রাসী নবী হোসেনের স্ত্রী। মিয়ানমার থেকে এপারে আসার চেষ্টা করছিল। 

 

 

এনএমএম/

আর্কাইভ