• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.২

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ০৩:৫২ পিএম

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.২

পঞ্চগড় প্রতিনিধি

রাজধানী ঢাকাসহ সারাদেশে মোটামুটি স্বাভাবিক তাপমাত্রা বিরাজ করলেও হাড় কাঁপানো শীতে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোঁটার মতো হালকা ঝরেপড়া কুয়াশা শীতের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীতে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। হাড় হিম করা শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে ছুটে চলছেন তারা। পর্যাপ্ত পরিমান শীত বস্ত্র না থাকায় অনেকে আবার রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছেন।

 

 

এনএমএম/

আর্কাইভ