• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইজিবাইক যাত্রীর জুতার ভেতর মিলল ৯৩ লাখ টাকার স্বর্ণ

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩, ০৩:৩২ এএম

ইজিবাইক যাত্রীর জুতার ভেতর মিলল ৯৩ লাখ টাকার স্বর্ণ

দেশজুড়ে ডেস্ক

চুয়াডাঙ্গা দামুড়হুদার নাস্তিপুরে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ সময়  রিমন হোসেন (২০) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। রিমন দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গার দর্শনা থানার অন্তর্গত বারাদী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ চোরাচালান হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বারাদী বিওপির হাবিলদার জুলহাস উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৮০/৪-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর কবরস্থান এলাকায় ইজিবাইকের যাত্রী বেশে সীমান্তের দিকে যাওয়ার পথে রিমনকে চ্যালেঞ্জ করে বিজিবি। তিনি পালানোর চেষ্টা করেন। বিজিবির টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে রিমনকে ধাওয়া করে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে রিমনের জুতার মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় কসটেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেটে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক ঢাকা পোস্টকে বলেন, জব্দকৃত স্বর্ণের বারগুলোর বাজারমূল্য আনুমানিক ৯৩ লাখ ৩৫ হাজার ৫৭৬ টাকা। জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আটক রিমনকে দর্শনা থানায় হস্তান্তরসহ মামলা প্রক্রিয়াধীন।

আর্কাইভ