প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩, ০৩:০১ এএম
সাভারের একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে ৩০ কেজির ২০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকার একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এসব চালের বস্তা সরিয়ে নেওয়ার সময় ধরা পরার ভয়ে কেউ ফেলে রেখে যেতে পারে।
পুলিশ জানায়, দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ২০টি চালের বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তাতে ৩০ কেজি করে চাল রয়েছে। এসব চালের বস্তায় খাদ্য অধিদপ্তররের লোগো, নেট ওজন, উৎপাদনের তারিখ ও এলাহী ইন্টারন্যাশনাল কালো কালিতে লেখা রয়েছে।
স্থানীয়রা জানান, ওই এলাকার সড়কের পাশে মাটিতে সরকারি চালের বস্তা পড়ে থাকতে দেখা যায়। দীর্ঘ সময় অপেক্ষা করেও চালের সন্ধানে কাউকে আসতে দেখা যায়নি। পরে সাভার মডেল থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে চালের বস্তাগুলো উদ্ধার করে নিয়ে যায়।
সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, সড়কের পাশে সরকারি চালের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে এসব চাউল উদ্ধার করা। কীভাবে ওই স্থানে এসব চাল এলো তা খতিয়ে দেখা হচ্ছে।