• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

বর্ষার শুরুতেই মেঘনার ভাঙন, বিলীন হচ্ছে চরাঞ্চলের জমি

প্রকাশিত: জুন ২১, ২০২১, ০৬:৫০ পিএম

বর্ষার শুরুতেই মেঘনার ভাঙন, বিলীন হচ্ছে চরাঞ্চলের জমি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেঘনা নদীর নরসিংদী অংশে ভাঙন দেখা দিয়েছে। এতে বিলীন হয়ে যাচ্ছে তীরবর্তী ফসলি জমি। বাড়িঘর নিয়েও ভয়াবহ হুমকিতে রয়েছে মানুষ।

সোমাবার (২১ জুন) সরেজমিন গিয়ে দেখা যায়, নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুর, করিমপুর চরদীগলদী, মহিষাশুড়া পাইকারচর ইউনিয়নসহ বেশ কয়েকটি চর এলাকা রক্ষা করার জন্য নির্মাণ করা হয়েছে বেড়িবাঁধ। এর মাঝে কিছু কিছু এলাকায় বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। তবুও অব্যাহত রয়েছে নদীভাঙন। এবার বর্ষার শুরুতেই বিলীন হচ্ছে চরাঞ্চলের বেড়িবাঁধবিহীন এলাকার জমিগুলো।

স্থানীয় চরাঞ্চলের লোকজন জানান, জোয়ারের পানিতে নদীর তীরবর্তী জমিসহ নজরপুরের মিনি কক্সবাজার খ্যাত টেকটি নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন রোধে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা।

নজরপুর গ্রামের এক জেলে বলেন, ‘আমাদের গ্রামের শত শত বিঘা জমি নদীতে বিলীন হয়েছে। প্রতিদিনই ভাঙছে নদীর তীরবর্তী জমিগুলো। মেঘনায় চলে যাওয়া জমি আর ফিরে পাওয়া যায় না। এর আগে অনেক পরিবার নিঃস্ব হয়ে গ্রামছাড়া হয়েছে।

নজরপুরের মিনি কক্সবাজার খ্যাত টেকটিতে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, এলাকাটি সুন্দর হলেও, এখানে যাতায়াত ব্যবস্থা খুবই নাজুক। ছাড়া এবার বর্ষার শুরুতেই টেকটি নদীতে বিলীন হচ্ছে। হয়তো বা সৌন্দর্য আর উপভোগ করা যাবে না।  

নরসিংদী জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শঙ্কর চক্রবর্তী জানান, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বেড়িবাঁধ নির্মাণের প্রকল্পের কাজ চলমান। ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রামের বেড়িবাঁধ দৃশ্যমান হয়েছে।

নজরপুরের মিনি কক্সবাজার খ্যাত এলাকাটির বিষয়ে অবগত রয়েছে পানি উন্নয়ন বোর্ড। ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ইকো পার্ক করার প্রস্তাব রয়েছে।

টিআর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ