• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফ্যানের সঙ্গে ঝুলছিল নিশি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ০৭:০০ পিএম

ফ্যানের সঙ্গে ঝুলছিল নিশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে মাহফুজা আক্তার নিশি (২৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রেবাবার (১৬ জানুয়ারি) গভীর রাতে তিলপাড়া এলাকার নিজ বাসা থেকে নিশিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাহফুজা আক্তার নিশি ওই এলাকার আফির উদ্দিনের মেয়ে।

নিশির স্বামী জাহাঙ্গীর আলম জুয়েল বলেন, বছরখানেক আগে নিশির সঙ্গে আমার বিয়ে হয়। তবে, আমি এখনও নিশিকে ঘরে উঠাইনি। সে তার বাবার বাসায় থাকত।

তিনি আরও বলেন, নিশি অতিরিক্ত রাগী হওয়ায় প্রায়ই তার সঙ্গে ঝগড়া হতো। গতরাতেও কথাকাটাকাটির এক পর্যায়ে অভিমান করে রুমের দরজা বন্ধ করে দেয়। পরে দরজা না খুললে ভেঙে ভিতরে গিয়ে দেখি নিশি ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আর্কাইভ