• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঝিনাইদহে বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে ঢাকার রেল সংযোগ বন্ধ

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ০৫:১৪ এএম

ঝিনাইদহে বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে ঢাকার রেল সংযোগ বন্ধ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে নকশীকাঁথা ট্রেনের দুটি বগি লাইনচ্যুতির ঘটনায় খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে উপজেলার চাদবা এলাকায় এ ঘটনা ঘটে।

কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশন মাস্টার শাহজাহান জানান, গোয়ালন্দ থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনটি খুলনায় যাচ্ছিল। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের পর সুন্দরপুর স্টেশনের পাশে চাঁদবা এলাকায় পৌঁছলে পেছনের বগির ২টি ট্রলি লাইনচ্যুত হয়। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে জানিয়ে তিনি বলেন, উদ্ধারকারী ট্রেন এলেই উদ্ধার তৎপরতা শুরু হবে। এখন পর্যন্ত খুলনার সঙ্গে দুই পাশের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

সাজেদ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ