প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ১২:৪৯ এএম
ভালো কাজের জন্য সম্মাননা পেয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১৩ জন কর্মকর্তা।
রোববার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় আরএমপি সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে তাদের পুরস্কৃত করা হয়। আরএমপি কমিশনার আনিসুর রহমান তাদের হাতে সম্মাননা পদক তুলে দেন।
সম্মাননা পাওয়া কর্মকর্তারা হলেন, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম বিভাগ) নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড মিডিয়া) রফিকুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা) মো. আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী পুলিশ কমিশনার (লজিস্টিকস) উৎপল কুমার চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া মডেল থানা) সোহেল রানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (পবা থানা) ফরিদ হোসেন, পুলিশ পরিদর্শক (চন্দ্রিমা থানা) মইনুল বাশার, পুলিশ পরিদর্শক (মেট্রোকোর্ট) আব্দুর রফিক, পুলিশ পরিদর্শক (সিটিএসবি) মীর মো. আবু বকর সিদ্দিক, সার্জেন্ট (ট্রাফিক বিভাগ) এম এস মাহমুদ আলী, বোয়ালিয়া মডেল থানার এসআই কিংকর লাল মণ্ডল, পবা থানার এসআই মোহা. সাহাবুল ইসলাম ও বোয়ালিয়া মডেল থানার এএসআই আখেরুল ইসলাম।
অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীনসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাজেদ/