• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ট্রলি পিষে দিল শিশু ইসমাইলকে

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ১২:১৪ এএম

ট্রলি পিষে দিল শিশু ইসমাইলকে

দেশজুড়ে ডেস্ক

নড়াইল-কালিয়া সড়কের আটলিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে বালুভর্তি ট্রলির ধাক্কায় ইসমাইল শেখ (১০) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের কদমতলা গ্রামের ফুরকান শেখের ছেলে। নিহত ইসমাইল পুরুলিয়া গ্রামের একটি মাদরাসায় পড়াশোনা করত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইসমাইল বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল। আটলিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে পৌঁছালে বালুবাহী ট্রলি সাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় ট্র্রলির চাকার নিচে পড়ে মারাত্মক আহত হয় ইসমাইল।

স্থানীয়রা আহত ইসমাইলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রলিচালক মুন্না পালিয়ে গেলেও ট্রলিটি জব্দ করেছে কালিয়া থানা পুলিশ।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম বলেন, দুর্ঘটনার পরপরই ট্রলিচালক পালিয়ে গেছে। তবে ট্রলিটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ