• ঢাকা রবিবার
    ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

বিএন‌পি ঠিকই নির্বাচনে আস‌বে : কৃষিমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ০১:৪৩ এএম

বিএন‌পি ঠিকই নির্বাচনে আস‌বে : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কৃ‌ষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ব‌লেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নির্বাচনের আগে আন্দোলন আন্দোলন খেলা করে হরতাল-অবরোধ ডাকে। পরে ঠিকই নির্বাচনে আস‌বে। য‌দি তারা নির্বাচ‌নে না আসে, তারা য‌দি ম‌নে ক‌রে সরকারের পতন ঘ‌টি‌য়ে নির‌পেক্ষ তত্ত্বাধায়ক সরকা‌রের অধী‌নে নির্বাচন কর‌বে- এটা অবাস্তব, সং‌বিধা‌নবি‌রোধী। সং‌বিধা‌নের আলো‌কে নির্বাচন হ‌বে। 

শ‌নিবার (১৫ জানুয়ারি) বি‌কে‌লে টাঙ্গাইলের মধুপুরের আকাশি বিলে বঙ্গবন্ধু ক্লাব আয়ো‌জিত ঘোড়া দৌড় প্রতি‌যো‌গিতা অনুষ্ঠা‌নে উপস্থিত হয়ে সাংবা‌দিক‌দের তিনি এসব কথা ব‌লেন। 

কৃ‌ষিমন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় থাক‌বে। নির্বাচন প‌রিচালনা কর‌বে নির্বাচন ক‌মিশন। সং‌বিধা‌নে এটি স্পষ্ট লেখা র‌য়েছে। নির্বাচ‌নে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিসি, এস‌পিসহ সং‌শ্লিষ্ট সক‌লের দা‌য়িত্ব হ‌বে নির্বাচন ক‌মিশ‌নের অধ‌ীনে চলা। সে‌টি হ‌বে সুষ্ঠু-সুন্দর নির্বাচ‌ন। 

এ সময় টাঙ্গাইল-২ আস‌নের সংসদ সদস‌্য ছোট ম‌নির, টাঙ্গাইলের মির্জাপুর আস‌নের সংসদ সদস‌্য খান আহ‌মেদ শুভ, জেলা পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ইউএনও শামীমা ইয়াসমিন, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর জাহিদ হাসান প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

আর্কাইভ