• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সরকারকে ভোট শেখাতে বিএনপির ভোটের আয়োজন

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ১০:২৭ পিএম

সরকারকে ভোট শেখাতে বিএনপির ভোটের আয়োজন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নাসিরনগর উপজেলা সদরের সুখন চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

দীর্ঘ ছয় বছর পর এ সম্মলন কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে প্রাণের সঞ্চার হয়েছে।

এ সময় উপজেলা বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে ভোটাভুটির আয়োজন করা হয়। উপজেলার ১৩ ইউনিয়ন থেকে ৯২৩ ভোটার এ ভোট প্রদান করেন।

এ সময় প্রধান অতিথি বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান সুখন বলেন, এ সম্মেলনের মাধ্যমে আগামী দিনে গণতন্ত্র পুনঃউদ্ধারে বেগবান হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। এ নিরপেক্ষ সরকারের আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ত্বরান্বিত করবে।

তিনি আরও বলেন, সরকারকে ভোট শেখাতে আমাদের এ ভোটের আয়োজন। আজকের ভোট থেকে সরকার দেখুক যে সঠিক ও স্বচ্ছ ভোট কীভাবে আয়োজন করতে হয়।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন, জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু। পরে নাসিরনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগের সহকারী সাংগঠনিক সাঈদুল হক সাঈদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন, সিরাজুল হক সিরাজ, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।

আর্কাইভ