• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

অপহৃত ৬ রোহিঙ্গা

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৯:৪২ পিএম

অপহৃত ৬ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি

এবার ৬ রোহিঙ্গাকে অপহরণের অভিযোগ উঠেছে কক্সবাজারের টেকনাফে। প্রত্যেকের পরিবারের কাছে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে জানা গেছে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম।

অপহৃতরা হলেন: মো. ফরোয়াজ, মো. জোহার, মো. নুর, নুরুল হক, জাহিদ হোসেন ও মো. ইদ্রিস। তারা সবাই ২১ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার পর হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুলের ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে ৬ জনকে অপহরণ করা হয়। শ্রমিক হিসেবে কাজ দেয়ার কথা বলে স্থানীয় এক ব্যক্তি অজ্ঞাত স্থানে নিয়ে তাদের জিম্মি করে রাখে। এরপর সাড়ে ১২টার পর থেকে ৫০ হাজার টাকা করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।

তিনি আরও জানান, অপহৃতদের উদ্ধার করতে জেলা পুলিশের সমন্বয়ে এপিবিএন পুলিশ তৎপরতা চালাচ্ছে।

এর আগে গত ৪ মাসে টেকনাফে ৩১ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১১ জন রোহিঙ্গা হলেও ২০ জন স্থানীয় বাসিন্দা ছিলেন।

 

 

এনএমএম/

আর্কাইভ