• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৫:৫২ পিএম

ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের সদর উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছালাভরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া মনোহরপুর গ্রামের রবিউল ইসলাম মনির ছেলে শাকিল হোসেন (২২) ও মিটুল হোসেনের ছেলে রকি (২১)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, সকালে মোটরসাইকেলে ওই দুজন কালীগঞ্জ থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের উপজেলার ছালাভরা এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

 

 

এনএমএম/

আর্কাইভ