প্রকাশিত: জুন ২১, ২০২১, ০৪:৪০ পিএম
নদীতে মাছ ধরেই জীবিকা
নির্বাহ করেন জেলেরা। আর
মাছ ধরতে গিয়ে যদি
বড় কোনো মাছ জালে
ধরা পড়ে তাহলে খুশিতে
আত্মহারা হন তারা। এমনই
এক ঘটনা ঘটেছে রাজশাহী
জেলার গোদাগাড়ী উপজেলায়। ওই উপজেলার পদ্মার
তীর ঘেঁষা হরিশংকরপুর ঘাটে জেলেদের জালে
ধরা পড়েছে ৭১ কেজি ওজনের
বাঘাইড় মাছ।
আর
এ মাছটি ধরেছেন হবি, দুরুল, মান্নান
ও মোহাম্মদ নামে চার জেলে।
রোববার (২০ জুন) বিকেলে
মাছটি দেখতে গোদাগাড়ী বাজারে ছুটে আসেন এলাকার
মানুষজন।
জেলে
মোহাম্মদ বলেন, ‘আমরা চারজন মিলে
৭১ কেজি ১৫ গ্রাম
ওজনের মাছটি ধরেছি। গোদাগাড়ী তথা পুরো রাজশাহী
জেলায় এত বড় বাঘাইড়
কেউ ধরেনি আগে।’
তিনি
আরও বলেন, ‘প্রেমতলীর স্থানীয় মাছের আড়তদার মো. আনিকুল ইসলামের
কাছে ৯৭০ টাকা কেজি
দরে মাছটি বিক্রি করে দেয়া হয়।
তিনি ওই মাছটি পিকআপে
করে সিরাজগঞ্জে নিয়ে গেছেন। সেখানে
বিশাল আকৃতির মাছটি ৬৫ হাজার টাকায়
বিক্রি করেছেন।
মাছের
আড়তদার আনিকুল বলেন, ‘১০ বছর ধরে
ঢাকা ও সিরাজগঞ্জের মাছের
আড়তে এ ধরনের বড়
মাছ বেচাকেনা করি। ৭১ কেজি
ওজনের মাছটি ৬১ হাজার ১১০
টাকায় কিনে ৬৫ হাজার
টাকায় বিক্রি করেছি। আমার কাছ থেকে
মাছটি কিনেছেন সিরাজগঞ্জের ব্যবসায়ী ওয়াজিদ।’
টিআর/এম. জামান